‘কর’ বসছে ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে

0
273

খবর৭১; ফেসবুক ও গুগলের অফিস বাংলাদেশে না থাকায় প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি কর আরোপ করা যাচ্ছে না। তবে বিজ্ঞাপনদাতাদের ওপর কর বসানো হবে। এছাড়া বিদেশী টিভি চ্যানেলগুলোকেও ট্যাক্সের আওতায় আনা হতে পারে।

সোমবার (২৩ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এমন ইঙ্গিত দেন।

প্রাক-বাজেট আলোচনায় দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ফেসবুক ও গুগল যতদিন বাংলাদেশে অফিস না করবে, ততদিন তাদের ওপর কর আরোপ করা যাবে না। কিন্তু তাদেরকে যারা বিজ্ঞাপন দেয়, তাদের ওপর তো কর আরোপ করতে পারবো।’

এসময় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি মুদ্রিত বই বা কাগজ শূণ্য শুল্কে আমদানির সুযোগ বন্ধের দাবি জানান।

সমিতির চেয়ারম্যান তোফায়েল খান বলেন, ‘সরকার যে পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করছে, তার বড় অংশ শূণ্য শুল্কে আমদানি হচ্ছে। অথচ দেশীয় মুদ্রণ শিল্প উদ্যোক্তারা এই বই মুদ্রণ করতে পারে। এতে দেশের মুদ্রণ শিল্প বিকাশের পাশাপাশি সরকার সময়মত বই বিতরণ করতে পারবে।’

এর জবাবে মোশাররফ হোসেন বলেন, ‘আগামীতে বাইরে থেকে শূণ্য শুল্কে মুদ্রিত বই আমদানি হবে না। আমরা ব্যবসায়ীদের এমন সুযোগ দিতে চাই-যাতে দেশে শিল্পায়ন হবে, একইসঙ্গে কর্মসংস্থানও বাড়বে।’

প্রিন্টিং-প্যাকেজিং বন্ডের অপব্যবহার বন্ধে এনবিআর তার নজরদারি বাড়াবে বলেও তিনি জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here