রাণীনগরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো খলিশাকুড়ী গ্রাম

0
499

 

সুকুমল কুমার প্রামানিক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে কালিগ্রাম ইউনিয়নের আনালিয় (খলিশাকুড়ী) গ্রামে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আনালিয় (খলিশাকুড়ী) গ্রামবাসির আয়োজনে খলিশাকুড়ী মসজিদের পাশে মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। এদিন আনালিয় (খলিশাকুড়ী) গ্রামে শতভাগ ১শত ৫০ ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

কালিগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগ নেতা মো: সরাফত আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: সাদাত হোসেন সাইম, কার্য নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান নুরুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: রোকুনুজ্জামান মোহন, সাংগঠনিক সম্পাদক মো: নয়ন সরদার, রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ওয়ারলিং পরিদর্শক মো: শাহিনুর ইসলাম, কালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আনিছুর রহমান, কালিগ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: সাজাদুল হক মন্ডল, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো: মোনোয়ার হোসেন বাবু, আ’লীগ নেতা মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here