পাটুরিয়া-দৌলতদিয়ায় অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

0
336

খবর ৭১: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে উভয় প্রান্তে ৫-৬ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় থাকার চিত্র দেখা গেছে। সোমবার (৯ এপ্রিল) দিনগত রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার কারণে সোমবার দিনগত রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া অনুকূলে আসলে আবারো ফেরি চলাচল শুরু করা হয়।

এ নৌরুটের বহরে ছোট বড় মিলে ১৬টি ফেরির মধ্যে তিনটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। বাকি ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে রাতে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here