তালেবানদের যুদ্ধ থেকে সরে এসে শান্তিপূর্ণ অবস্থানে আসার আহ্বান : আফগানিস্তান ও পাকিস্তান

0
419

খবর৭১:পাকিস্তানের প্রধানমন্ত্রীর আফগানিস্তান সফরের পর শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, পাক প্রধানমন্ত্রী শহীদ খান আব্বাসি ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের সরাসরি কথা বলে আফগান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তালেবানদের আর দেরি না করে শান্তির প্রস্তাবে সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন এ দুই নেতা।এছাড়াও বলেন আফগান তালেবানদের যুদ্ধ থেকে সরে এসে শান্তিপূর্ণ অবস্থানে আসার আহ্বান জানিয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। তারা মনে করেন আফগানিস্তানে চলমান দ্বন্দ্ব নিরসনে সামরিক নয় বরং রাজনৈতিক সমাধানই সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো।’

এরআগে ফেব্রুয়ারিতে আফগান তালেবানদের সংঘাতের বিরুদ্ধে ‘পূর্বশর্ত’ ছাড়াই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ঘানি। যেখানে তিনি দীর্ঘ ১৬ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে তালেবানকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়ার এবং যুদ্ধের পরিবর্তে কারাবন্দীদের মুক্তির কথা বলেছিলেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here