শারীরিক প্রতিবন্ধকতাও রুখতে মানেনি নড়াইলের রবিউলকে, একটি ইঞ্জিন ভ্যানের দাবি সরকারের কাছে

0
270

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: কোন প্রতিবন্ধকতাই হার মানাতে পারেনি নড়াইলের শারীরিক প্রতিবন্ধী যুবক রবিউল সিকদারকে। খাবার পানি ডেলিভারির কাজ করে নিজের পরিবারের সদস্যদের হাল ধরেছেন তিনি নিজেই। নিজে পঙ্গু হলেও নিজে কর্ম করে সমাজের অবহেলিত মানুষের সেবা করতে চান তিনি। বিগত নড়াইল জেলার সদর উপজেলার ভাটিয়া গ্রামে হত দরিদ্র জাকারিয়া সিকদারের ঘর অন্ধকার করে উরুর নিচ থেকে দুই পা পঙ্গু অবস্থায় জন্ম নেয় রবিউল সিকদার। নিম্নবিত্ত পরিবারের বাবা-মা প্রতিবন্ধী সন্তানের ভবিষ্যৎ নিয়ে শংকিত হলেও অদম্য মানসিক শক্তির অধিকারী রবিউল সিকদার ছোট থেকেই প্রতিবন্ধকতাকে জয় করতে শিখেছে। তার মত অনেক প্রতিবন্ধী জীবনে ভিক্ষা বৃত্তি বেছে নিলেও রবিউল ছুটেছে কর্মসংস্থানের পিছনে। প্রতিবন্ধী হিসেবে সরকারি নামমাত্র সুযোগ সুবিধা পেলেও বর্তমানে সে নিজ চেষ্টায় নড়াইলে বোতলজাত খাবার পানি সরবরাহের কাজ করে আসছে। এর আগেও সে পত্রিকা বিক্রির কাজ করতো। সেখান থেকে লাভবান হয়ে তার পরিবারটিকে ঠিক চালিয়ে নিচ্ছেন তিনি। অদম্য মানসিক ইচ্ছা শক্তির অধিকারী রবিউল তার কর্মসংস্থান সমান তালে চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি ইঞ্জিন ভ্যানের অভাবে তার চলাফেরা করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সে সরকারের কাছে একটি ইঞ্জিন ভ্যান পাওয়ার জোর দাবি জানিয়েছে।
খবর ৭১/ই;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here