সব ধর্মের মৃত্যু হবে, হিন্দু ধর্ম টিকে থাকবে: তসলিমা নাসরিন

0
438

খবর ৭১:পৃথিবীর সকল ধর্মের একদিন মৃত্যু হবে। কিন্তু হিন্দু ধর্ম চিরদিনের জন্য টিকে থাকবে বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থান করা আলোচিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

নিজের ভেরিফাইড টুইটার এ্যাকাউন্টে তসলিমা নাসরিন লেখেন, হিন্দু ধর্ম ৫ হাজার বছর আগে শুরু হয়েছে। এটি বহু প্রতিকূলতার মধ্যে টিকে আছে। আমি বিশ্বাস করি অন্য সব ধর্মের মৃত্যু হবে কিন্তু হিন্দু ধর্ম চিরদিন টিকে থাকবে।

হিন্দু ধর্ম টিকে থাকার পেছনে যুক্তি দিয়ে তিনি লেখেন, বেশিরভাগ হিন্দু সচেতনতার সঙ্গে তাদের দেবতার পূঁজা করে এবং তারা তাদের ধর্মের সব বিধিবিধান হৃদয় থেকে পালন করে।

উল্লেখ্য, আলোচিত এই লেখিকা কয়েক দিন আগে নিজের বাকশক্তি হারিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছিলেন। অবশ্য তার কয়েক দিন পর আবারও তসলিমা নাসরিন কথা বলতে পারছেন বলে জানান।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here