নড়াইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

0
238

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ ২০১৮ ইং শনিবার সকাল ১০.৩০ মিনিটে নড়াইল জেলা জজ আদালতের সম্মিলন কক্ষে এ কনফারেন্সের আয়োজন করা হয়। জেলা জজ শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে উক্ত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমাস হোসেন মৃধা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পি.পি.এম সহ জেলা ম্যাজিস্ট্রেটগণ ও পুলিশের সকল থানার ওসি ও কোর্ট ইন্সúেকটরসহ পুলিশের কর্মকর্তাগণ। এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, ক্লাবটির অন্যান্য সদস্যবৃন্দ সহ আরো অনেকে। এসময় বক্তরা বলেন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট এবং আদালতের সকলের সহযোগিতায় সকল মামলা মোকদ্দমাগুলি কম সময়ের মধ্যে নিষ্পত্তি করার ব্যবস্থা হবে। কোন মামলা বিচারকের পক্ষে একা নিষ্পত্তি করা কষ্টসাধ্য। মামলা মোকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে পুলিশেরও একটি বিরাট ভূমিকা রয়েছে। সকল মামলা সঠিকভাবে নিষ্পত্তির জন্য বিচারকগণ পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আমরা মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সঠিকভাবে আদালতকে সহযোগিতা করব।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here