দুপচাঁচিয়ায় গীতাজ্ঞান বিকাশ কেন্দ্রের পাঠদানের উদ্বোধন

0
472

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রী শ্রী গীতাজ্ঞান বিকাশ কেন্দ্রে (সনাতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে দুপচাঁচিয়া পৌর এলাকার চৌধুরী পাড়ায় গৌর নিতাই আখড়ায় এ পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আহŸায়ক অশিত চৌধুরী গোপীনাথের সভাপতিত্বে ও গীতাজ্ঞান বিকাশ কেন্দ্রের শিক্ষক মতিলাল ভট্টাচার্যের পরিচালনায় এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি তপন কুমার কুন্ডু,বগুড়া জেলা জাতীয় হিন্দু মহাজোটের সদস্য সচিব ভীম চন্দ্র সরকার,কাহালু গীতাজ্ঞান উন্মেষ কেন্দ্রের অধ্যক্ষ দেব কুমার ভট্টাচার্য,ধর্মীয় নেতা শ্রী অরুণ জ্যোতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক দুলাল বসাক, সদস্য শিবেন দাস, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সদস্য সচিব অমিত কুন্ডু,আখড়ার সেবাইত গোপাল চন্দ্র সান্যাল,গীতাজ্ঞান বিকাশ কেন্দ্রের শিক্ষক অরূপ মৈত্র প্রমূখ। পরে প্রধান অতিথি পৌর মেয়র বেলাল হোসেনের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। শেষে গীতাজ্ঞান বিকাশ কেন্দ্রের পক্ষ হতে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শ্রীমৎভগবদ্গীতা,খাতা ও কলম প্রদান করেন অতিথিবৃন্দরা।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here