গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা: উন্নয়নশীল দেশের স্ট্যাটাস অর্জন

0
244

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্ট্যাটাস অর্জনে ঐতিহাসিক সাফল্যের জন্য সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের নেতৃত্বে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ সরকারী- বেসরকারী সকল বিভাগ, ব্যাংক, বীমার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, এনজিও, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্র, পৌরসভা পৃথক পৃথক ব্যানারে র‌্যালীতে অংশ গ্রহণ করে। এছাড়াও সদর উপজেলার ন্যাশনাল সার্ভিসের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। এদিকে, সুন্দরগঞ্জে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভানুষ্ঠিত হয়েছে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্ট্যাটাস অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‍্যালী সুন্দরগঞ্জ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরে উপজেলা নির্বাহী অফিসার-এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান, উপজেলা আ’লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়া, সাদুল্যাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়িসহ ৭ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here