পাঁচবিবি সীমান্তে বিজিবির বিনামূল্যে চিকিৎসা প্রদান

0
250

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধি :বর্তমান সরকার এ দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে নানান উন্নয়ন মূলক কর্মসুচী গ্রহন করছে এবং তা
বাস্তবায়ন করতে প্রধানমুন্ত্রী দিন-রাত দেশ-বিদেশ ছুটে চলেছে। সরকারের এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে জয়পুরহাট-২০ বিজিবিও গ্রহন করেছে নানা মুখী মহতী পদক্ষেপ। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে কয়া বিওপি ক্যাম্পের সীমান্ত এলাকার জনসাধারনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। সীমান্তের হাজার হাজার ছোট-বড় নারী-পুরষ অবহেলিত জনসাধারনকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। জয়পুরহাট-২০ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুর হক বলেন বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস কর্মসুচীর আওতায় ব্যাটালিয়নের প্রতিটি ক্যাম্প
এলাকায় পর্যায় ক্রমে এসব কার্যক্রম পালন করা হবে। পরে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, নারী ও শিশু
পাচার প্রতিরোধে জনসচেতনতা মুলক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাটালিয়নের অধিনায়ক। এসময়
উপস্থিত ছিলেন রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুদেব চন্দ্র, রামভদ্রপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোমানা আক্তার, রামভদ্রপুর মাদ্রাসার সুপার আব্দুল খালেক, কয়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া সহ এসব প্রতিষ্ঠানের
শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here