সুন্দরগঞ্জে পরীক্ষা কেন্দ্র পূণর্বহালের দাবীতে মানববন্ধন

0
370

 

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া কারিগরি স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি- বিএম পরীক্ষা কেন্দ্র পূণর্বহালের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকালে প্রতিষ্ঠান সংলগ্ন সুন্দরগঞ্জ- গাইবান্ধা ও রংপুর- গাইবান্ধা সড়কের মোড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন-প্রতিষ্ঠানটির শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী- পরীক্ষার্থী, অভিভাবক ও এলকার হাজার হাজার জনগন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির অধ্যক্ষ খায়রুল ইসলাম, ইউপি সদস্য- আবু বকর সিদ্দিক, আ’লীগ নেতা- সাদেকুল ইসলাম রঞ্জু, শাহ্ মনোয়ার হোসেন, শিক্ষক- শামছুল হক সরদার, এটিএম মিজানুর রহমান, সাদিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক- দেবেন্দ্র নাথ সরকার, সহ বিভিন্ন শ্রেণী অধ্যয়ণরত শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল ডোমেরহাট- বালারছিড়া সড়ক প্রদক্ষীণ করে। এসময় পরীক্ষার্থী, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে দাবী তুলে ধরে বলেন, আগামী ২রা মার্চ থেকে প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীরা যাতে পূর্বের ন্যায় নিজ কেন্দ্রেই পরীক্ষা দিতে পারেন। আর শিক্ষক- কর্মচারীরা বলেন, গত ৪ বছর ধরে সুনাম অর্জন করে আসায় শিক্ষাবোর্ড পুরস্কার প্রদান করে। তারা প্রশাসনকে দায়ী করে দাবী তুলে ধরে বলেন, একটি কু-চক্রি মহলের যোগসাজসে পুরস্কারপ্রাপ্ত এই পরীক্ষা কেন্দ্রটি সুন্দরগঞ্জ বাণিজ্যিক কারিগরি মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সংযুক্ত করেছে। অবিলম্বে এ রহস্যময়ী সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা কেন্দ্র পূণর্বহাল করতে হবে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here