সিরাজগঞ্জ শহর আ”লীগ কর্তৃক বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

0
436

মোঃ জহির রায়হান-সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ শহর আ”লীগ ব্যাপক উৎসাহ, উদ্দিপনা ও জনাকীর্নভাবে ইসলামীয়া সরকারী কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে এক বিশাল সমাবেশ করেছে। হাজার হাজার মানুষে পরিপুর্ন এই সমাবেশ সিরাজগঞ্জ শহরের বিএনপির ঘাটি নামে পরিচিত ধানবান্ধি ও হোসেনপুর এলাকায় অনুষ্ঠিত করায় অনেকেই আওয়ামীলীগের কৌশলগত আধিপত্য বিস্তার বলে ধারনা করছেন।

উক্ত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না এমপি বলেন-“ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হত না। আমাদের সবার উচিত বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে এগিয়ে আসা”।

সিরাজগঞ্জ শহরের বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ধানবান্ধি, হোসেনপুর, মালশাপাড়া এলাকা হতে সিরাজগঞ্জ শহর আ”লীগের যুগ্ম-সাধারন সম্পাদক  নজরুল ইসলাম হাশেমের নেতৃত্বে হাজার হাজার মানুষকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত সরকারী ইসলামীয়া কলেজ মাঠের অনুষ্ঠানে যাওয়ায় সাধারন মানুষ ধারনা করছেন –“বিএনপির দুর্গ এখন আওয়ামীলীগের দখলে”।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ইসলামীয়া সরকারী কলেজ মাঠে এক বিশাল জনসভার আয়োজন করেছে সিরাজগঞ্জ শহর আওয়ামীলীগ। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস , সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম সপ্না, সিরাজগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন ,সাধারন সম্পাদক দানিউল হক মোল্লা, যুগ্ম –সাধারন সম্পাদক নজরুল ইসলাম হাশেম, ওয়াছ করনী লকেট সাংগঠনিক সম্পাদক শেখ সুলতান সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here