রাণীনগরে চেয়ারম্যানের বাড়ীতে ককটেল নিক্ষেপ এলাকায় আতংক

0
417

সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ীতে পর পর ৪টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ১নং খট্টেশ্বর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আসাদুজ্জামান পিন্টুর বাড়ীতে কতিপয় দূর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে গ্রামের চার দিকে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা গেছে, রবিবার রাতে রাণীনগর সদরের উত্তর রাজাপুর এলাকায় চকজান ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। মাহফিল শেষে চেয়ারম্যান নিজ বাড়ী উত্তর রাজাপুর গ্রামের বাড়ীতে ঘুমে পরে। রাত প্রায় ২টার দিকে কতিপয় দূর্বৃত্তরা চেয়ারম্যান পিন্টুর বাড়ীর মূল দরজায়, বেলকুনি ও টিনের ছাউনিসহ চারটি স্থানে ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিকট শব্দে বাড়ির চার পাশে আতংকিত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ককটেল নিক্ষেপে হতা-হতের ঘটনা ঘটেনি বলে চেয়ারম্যানের পরিবার সূত্রে জানা গেছে।
এব্যাপারে চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু জানান, গত ১৩ আগষ্ট প্রকাশ্য দিবালোকে রাণীনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্র বিজয়ের মোড়ে আমার উপর যারা হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছিল তারাই পরিকল্পিত ভাবে এঘটনা ঘটিয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, রাতে চেয়ারম্যানের বাড়ীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। আমরা আলামত গুলো উদ্ধার করেছি। তবে বিষয়টি রাজনৈতিক কারণে আতংক সৃষ্টি করার জন্য হতে পারে। বিষয়টি জোরালো ভাবে তদন্ত চলছে বলে তিনি জানান।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here