জগন্নাথপুরে প্রশাসনের উদ্যোগে ৩১টি দোকানপাট উচ্ছেদ

0
379

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের সরকারি ভুমিসহ ফুটপাত দখল মুক্ত করন অভিযানে অবৈধভাবে নির্মিত ব্যবসায়ীদের ৩১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি’র উপস্থিতিতে বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে টং দোকানসহ বিভিন্ন ভাবে স্থাপনকৃত উচ্ছেদ করা হয়েছে। পৌর শহরের রানীগঞ্জ রোড, পৌর পয়েন্ট থেকে মুক্তিযোদ্ধা মোড় পর্যন্ত অবৈধভাবে স্থাপনকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানগুলো উচ্ছেদ হওয়ায় যানজটমুক্তসহ বাজারের ক্রেতা সাধারনের যাতায়াতে সুবিদা হয়েছে বলে উপস্থিত অনেকে জানিয়েছেন। অভিযানে পুলিশসহ ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, শহরের প্রধান সড়কের পাশে সরকারি ভুমিতে অবৈধ স্থাপনা তৈরী করে যানযট সৃষ্টি সহ জনসাধারনের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়। এতে প্রায় ১মাস পূর্বে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হলেও নিধারিত সময়ের মধ্যে স্থাপনাগুলো নিজ উদ্যোগে উঠিয়ে না নেয়ায় উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত স্থানে পুনরায় স্থাপনা তৈরী করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here