ঢাকায় এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও

0
409

খবর ৭১ঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিক নাকাও দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এডিবির ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা গোবিন্দ বার এ তথ্য জানান।

এডিবি প্রেসিডেন্ট তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া তিনি এডিবির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখবেন। সফর শেষে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

এডিবি বাংলাদেশে প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানিসম্পদ, সুশাসন, স্বাস্থ্য ও আর্থিক খাতে ঋণ সহায়তা প্রদান করে থাকে।

প্রসঙ্গত, বাংলাদেশ এডিবিতে ১৯৭৩ সালে যোগ দেয় এবং সদস্য দেশগুলোর মধ্যে এডিবি ১৯৮২ সালে বাংলাদেশে প্রথম মাঠ পর্যায়ে কার্যালয় স্থাপন করে। এ পর্যন্ত এডিবি প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ, মঞ্জুরী এবং কারিগরি সহযোগিতা দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির শর্তহীন ঋণ, ইকুয়িটি ইনভেস্টম্যান্ট এন্ড গ্যারান্টির (অংশিদারিত্ব বিনিয়োগ ও নিশ্চয়তা) পরিমাণ হচ্ছে প্রায় ৯৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here