নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে আহত ১০,গ্রেফতার-১

0
280

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের ছোটকালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গুরুতর ৬জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য শক্রবার রাতেই ভর্তি করা হয়েছে।উভয় গ্রুপ পৌরসভার ছোটকালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।ঘটনার সঙ্গে জড়িত থাকায় রওশন শেখ নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুক্রবার রাতে পুলিশ আটক করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছোটকালিয়া গ্রামের রুবেল গ্রুপের রুবেলের ছেলে লাহুল(৫), হানেফ গ্রুপের মৃত হিঙ্গুল শেখের ছেলে লাল চাঁদ(১০)ও হাকিম(৮) নামে ৩টি শিশু তাদের বাড়ীর পাশে খেলা-ধূলা করার সময় আপত্তিকর ও অপ্রীতিকর ঘটনা ঘটায়।অভিভাবক হিসেবে রুবেল প্রতিপক্ষের শিশু হাকিমকে চড় থাপ্পর মেরে শাসন করে। এ তুচ্ছ ঘটনার খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এরই জের ধরে উভয় গ্রুপ দেশীয় তৈরী রামদা,ছ্যান,ভেলা,লাঠিসহ রনো সাজে সজ্জিত হয়ে (দু’গ্রুপ) ছোটকালিয়া গ্রামের দক্ষিনপাড়া বোয়ালেরচর রাস্তার ওপর মাজেদ শেখের বাড়ীর সামনে উভয় গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে দুই গ্রুপের ১০ জন আহত হয়। নড়াইলের কালিয়া পৌরসভার ছোটকালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তারা হলেন-রুবেল গ্রুপের রুবেল মোল্যা (৩০) নিজেই,রসুল মোল্যা(১৮),জুয়েল মোল্যা(২৫),হাবিল মোল্যা(১৬),আঃ আলীম(২০) ও আবুল হাসান(২০)।হানেফ গ্রুপের রজ্জাক শেখ(২৮),রমজান শেখ(১২),রওশন শেখ(২৩)ও আঃ রহমান শেখ(৫৫)।আহত ৬জন বাদে অন্যান্যরা কালিয়া উজজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এদের মধ্যে রসুল মোল্যা নামে একজন এসএসসি (চলমান)পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শমসের আলী আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, শুক্রবার(২৩ফেব্রুয়ারি) রাত ৮ার দিকে ‘একজনকে আটক করা হয়েছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here