জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষায় হাওর বাঁচাও আন্দোলনের স্মারকলিপি

0
234

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার সব ক’টি হাওরের বোরো ফসল রক্ষায় ৭দফা বাস্তবায়নের দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র কাছে হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওরের ফসল রক্ষা বাধ নির্মান কাজ সহ ৭দফা বাস্তবায়নের দাবীগুলো হচ্ছে নিতিমালা অনুযায়ী ২৮ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসল রক্ষায় সব গুলো বাধের নির্মান কাজ যথা সময়ে সম্পন্ন করন নিশ্চিত করা। ফসল রক্ষা নির্মান কাজের দায়িত্বে থাকা প্রকল্প বাস্তবায়ন কমিটির অনিয়ম দুর্নিতী তদন্তে উপজেলা কমিটির কার্যক্রম জোরদার করন। প্রকল্প বাস্তবায়ন কমিটি গুলোকে নিয়ম অনুযায়ী প্রকল্প এলাকায় সাইন বোর্ড সাটানো। হাম হামিয়া, বেতাউকা, ভুরাখালী, আলখানা স্লুইচ গেইটের চুরি হয়ে যাওয়া স্টীলের কপাট পুনরায় লাগানোর ব্যবস্থা গ্রহন। নলজুর, কুশিয়ারা, কুমারখালি নদী থেকে হান্দুয়া বিল খনন। হান্দুয়া বিল হতে তেলইতল পর্যন্ত খনন করা। ভুরাখালী , চিলাউড়া মধ্যস্থলের খাল খনন করা এবং কলকলিয়া ইউনিয়নের খাশিলা খালের ভরাট অংশ পুন: খনন করা। মইয়ার হাওরের সমধল নদীতে স্লুইচ গেইট নির্মান করা এবং নলুয়ার হাওরে বাউধরন পশ্চিম অংশ থেকে সালদিঘা পর্যন্ত বাধ পড়া বেড়িবাধ অন্তভুক্ত করন। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান, সদস্য সচিব অমিত দেব প্রমূখ।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here