রং বেরংয়ের বৈচিত্র্যময় টুপিতে নরেন্দ্র মোদি

0
315

খবর৭১:অরুণাচলপ্রদেশ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে যাবেন তিনি।আ

তবে বৃহস্পতিবার অরুণাচলপ্রদেশে অন্যরকম মেজাজে ধরা পড়লেন মোদি। প্রচারের সময় তিনি পরলেন অরুণাচল প্রদেশের স্থানীয় পোশাকে। আবার মাথাতেও দেখা গিয়েছে স্থানীয় বোপিয়া টুপি।
তবে এই প্রথমবার নয়। এর আগেও তিনি অন্যান্য দেশে গিয়েও সেখানের ট্রাডিশনাল পোশাক পরেছেন। অরুণাচল প্রদেশে প্রচারের সময় মোদি সেখানের স্থানীয় টুপি দুমলুক পরেন।

নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের পরে এই ধরনের রণনীতি নিয়েছেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তা আরো দৃঢ় করতেই মোদির এই প্রয়াস বলে একাংশের মত।

কর্ণাটক হোক বা পঞ্জাব, সেখানের পোশাকেই জনমানসে এসেছেন তিনি।

তবে শুধু নির্বাচনী প্রচার ময়দানেই নয়, ২৬ জানুয়ারি থেকে ১৫ অগস্ট, পাগড়ি হোক বা টুপি তাকে বারবার দেখা গেছে ভিন্ন পোশাকে। পঞ্জাবেই যেমন তিনি পরেছিলেন দস্তার।
আবার মণিপুরে তিনি পরেছিলেন সাদা-সোনালিতে কোয়েত। সেখানেই আবার ময়ূরের পেখমে যুক্ত টুপিও পরেছেন। তবে মোদি এটি নির্বাচনী প্রচারের সময় ইম্ফলে পরেছিলেন। আর এতেই প্রকাশ পেয়েছে রং-বেরংয়ের টুপিতে বৈচিত্র্যময় মোদি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here