যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৭ জন নিহত

0
402

খবর৭১:যুক্তরাষ্ট্রের একটি মাধ্যমিক স্কুলের ভেতরে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহত বা আহতদের মাঝে কোনো বাংলাদেশি নেই।

নিহতদের সবাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের ব্রোয়ার্ড কাউন্টি এলাকার মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের শিক্ষার্থী। বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিকোলাস একটি রাইফেল নিয়ে স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালালে ১৭ জন নিহত হন, আহত হন ডজন খানেক। নিহতদের ১২ জনই স্কুল ছাত্র। স্থানীয় পুলিশের উদ্ধুতি দিয়ে বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী সভাপতি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই এলাকায় বাংলাদেশিদের বসতি নেই। মূলত শ্বেতাঙ্গরাই বাস করে এবং ঘাতক হিসেবে গ্রেপ্তার ১৮ বছর বয়সী নিকোলাস ক্রুজও শ্বেতাঙ্গ।

পার্কল্যান্ডে প্রায় এক ঘণ্টারও বেশি সময় গোলাগুলির পর বন্দুকধারী হিসেবে ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে আটক করেছে পুলিশ। ব্রোওয়ার্ড শেরিফ অফিসের পক্ষ থেকে একাধিক মৃত্যুর কথা জানিয়ে ১৪ জনকে হাসপাতালে পাঠানোর তথ্য জানানো হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here