পাউবো’র প্রধান প্রকৌশীর তালা টিআরএম বিল পরিদর্শন ও মতবিনিময়

0
397

সেলিম হায়দার তালা প্রতিনিধি :
পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ লুৎফর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামে বাস্তবায়িত কপোতাক্ষ নদ অববাহিকার টিআরএম বিল পরিদর্শন করেন। বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পরিদর্শনকালে তিনি টিআরএম বিলের বালিয়া কাট পয়েন্ট সংলগ্ন ক্রস ড্যাম, ক্রস ড্যাম নির্বাচনের স্থান, লিংক ক্যানেল, বেইলী ব্রিজ, পেরিফেরিয়াল বাঁধ, পলি ব্যবস্থাপন, আউটলেট পাইপসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি টিআরএম এলাকায় বিল ব্যবস্থাপনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন। খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অখিল কুমার বিশ^াস, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামী, খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ বজলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পানি কমিটির নেতৃবৃন্দ, শালতা বাঁচাও কমিটির নেতৃবৃন্দ, উত্তণের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে তিনি শালতা নদী এবং তৎসংলগ্ন আমতলী,ঘ্যাংরাইল, বাদুরগাছাসহ বিভিন্ন বিল পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি বোয়ালিয়া ব্রিজ এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তালা উত্তরণ আইডিআরটিতে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, আটুলিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. প্রতাপ চন্দ্র রায়, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য অধ্যাপক হাসেম আলী ফকির, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা বাঁচাও কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, উত্তরণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, দিলীপ সানা এবং সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here