চৌগাছায় সরকারী গোডাউনের নির্মানাধীন ভবনের ছাদ ধসে ১৩ নির্মান শ্রমিক আহত

0
334

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা সরকারী খাদ্য গুদামের একটি নির্মানাধীন গোডাউনের ছাদ ধসে অন্তত ১৩ জন নির্মামন শ্রমিক মারাত্মক আহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে দুইজনকে মুমুর্ষ অবস্থায় যশোর সদরে রেফার করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারনেই এই দূর্ঘটনা বলে প্রাথামিক ভাবে ধারনা করা হচ্ছে।
সূত্র জানায়, সম্প্রতি চৌগাছা খাদ্য গুদামের একটি গোডাউন নির্মান কাজ শুরু হয়। ঢাকার ঢালী কন্সেটেকশন এই নির্মান করছেন। রবিবার বিকালে বিশাল আকৃতির গোডাউনের ছাদ ঢালায়ের কাজ চলছিল। প্রায় অর্ধশত নির্মান শ্রমিক দিন ভর এই ঢালাই কাজে নিয়োজিত ছিল। নির্মান কাজ চলাকালিন বিকাল সাড়ে ৪ টার দিকে বিকট শব্দে ছাদের ঢালাই ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। এ সময় সেখানে কর্মরত অন্তত অর্ধশত শ্রমিক ওই ঢালাই ছাদের নিচে চাপা পড়ে। মুহুর্তেম মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন সিরাজগঞ্জ জেলার ইকবাল হোসেন (২১), আল আমিন হোসেন (২২), সেলিম হোসেন (২৫), হরিপদ দাস (২৬), উজ্জ্বল মিয়া (৩৫), কৃষ্ণ পদ (৪০) মুকুল হোসেন (২০), শফিউদ্দিন (২০), রবিউল ইসলাম (২৭), মনজুর রহমান (৩৫), সাতক্ষিরা জেলার মনির হোসেন (২৫) বেনাপোল শার্শার ইমাম হোসেন (২৬), চৌগাছার কমলাপুর গ্রামের কামলা হোসেন (২৫)। এরমধ্যে আলামিন ও কামাল হোসেনকে মুমুর্ষ অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, ছাদ ঢালায়ের জন্য বাঁশের পরিবর্তে লোহার খুটি ব্যবহার করা হয়েছে। খুটির নিচে তেমন কোন শক্তিশালী যোগান না থাকায় উপরে বেশি চাপ পড়ায় এই দূর্ঘটনার কারন। দূর্ঘটনার সাথে কাজে নিয়োজিত প্রকৌশলী তারেক হোসেন তার মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে সরে পড়েন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন জানান খবরে পেয়ে সেখানে থানা থেকে দ্রুত অফিসারদের পাঠানো হয়। তারাও স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যোগ দেন। কি কারনে এই দূর্ঘটনা তা পরে জানা যাবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here