দুর্নীতির অভিযোগে সৌদি আরবে আটক দুই শতাধিক ধনী

0
497

খবর৭১:দুর্নীতির অভিযোগে সৌদি আরবে আটক দুই শতাধিক ধনী ও প্রভাবশালীর মধ্যে ২৩ জনকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম ওকাজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তবে মুক্তি পাওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে আরও অনেককে মুক্তি দেয়া হবে বলে খবরে জানানো হয়েছে।
আরো পড়ুন: সৌদি আরবের আটক প্রিন্সদের ক্ষমা করার ইঙ্গিত

এদিকে সদ্য মুক্তি পাওয়াদের একজন হচ্ছেন সৌদি টেলিকমের সাবেক প্রধান নির্বাহী সৌদ আল দাউইশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাস্যোজ্জ্বল ভিডিও পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরে রাজপরিবারের সদস্যসহ সরকারের প্রভাবশালী দুই শতাধিক ব্যক্তিকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here