ভোলায় মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

0
569

খবর৭১: ভোলা প্রতিনিধি :গতকাল সোমবার ছিল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির মা ফাতেমা খানমের ১১তম মৃত্যুবার্ষিকী। মা-বাবার প্রতি অনুগত্য ও গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরুপ তোফায়েল আহমেদের মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে সোমবার সকালে ভোলার উপশহর বাংলাবাজারের ফাতেমা খানম কমপ্লেক্সে বাবা আজাহার আলী ও মা ফাতেমা খানমের নামানুসারে আজাহার-ফাতেমা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৩ একর জমির ওপরে নির্মিতব্য ২৫০ শয্যা বিশিষ্ট বহুতল ভবন হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মিলনস্থল উপশহর নামে খ্যাত বাংলাবাজের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মানের মধ্য দিয়ে তিন উপজেলাসহ ভোলা জেলার প্রায় ৩০ লাখ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে স্বাস্থ্যসেবাসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সরকারের আমলেই কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। অথচ বিএনপি ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়।
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে বাণিজ্যমন্ত্রীর গ্রামের বাড়ি কোড়ালিয়ায় দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে ভোলার জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here