বাবা-মায়ের কবরের পাশে শয়ীত এমপি গোলাম মোস্তফা: বিভিন্ন মহলের শোক

0
639

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বাবা-মায়ের কবরের পাশে চির শায়ীত হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি)- গোলাম মোস্তফা আহম্মেদ। মঙ্গলবার বাদ মাগরীব উপজেলাটির চন্ডিপুর ইউনিয়নের ডাকবাংলো মাঠে ৩য় দফা জানাযা শেষে চন্ডিপুর গ্রামের ফারাজী পাড়াস্থ পারিবারিক গোরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। জানাযা নামাজে ঈমামতি করেন মরহুমের ভাগিনা হাফেজ মাজহারুল হান্নান। জানাযা পূর্বে উপজেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথকভাবে এমপি গোলাম মোস্তফা আহম্মেদের মরদেহে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এর আগে সকাল ৮টা ৩৫ মিনিটে দীর্ঘ এক মাস ধরে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এমপি গোলাম মোস্তফা আহম্মেদ গত ১৮ নভেম্বর নিজস্ব মাইক্রোবাস যোগে বাড়ি থেকে ঢাকা যাবার পথে টাঙ্গাইলের দেলদুয়ারের অদূরে নাটিয়াপাড়া নামক স্থানে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমূখী সংঘর্ষে সড়ক দূর্ঘটনার শিকার হন। এতে গুরুতরাহতাবস্থায় তাঁকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখা দেয়ায় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। এ দূর্ঘটনায় আহত হন তাঁর সঙ্গী জিয়াউল করিম সাজা, মাইক্রোবাসের চালক মঞ্জু মিয়া আহত হন। তারা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। দূর্ঘটনার শিকার এমপি’র মাইক্রোবাসটি দুমড়ে- মুচড়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া জানান, দুপুরে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাযা শেষ একটি হেলিকপ্টারে করে এমপি মহোদয়ের মরদেহ গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পর বিকালে দ্বিতীয় দফায় জানাযা শেষে একটি এ্যাম্বুলেন্সযোগে মরদেহ আনা হয় চন্ডিপুর ডাকবাংলো মাঠে। এখানে শেষ শ্রদ্ধা জানানোর পর বাদ মাগরীব তৃতীয় দফায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এমপি গোলাম মোস্তফা আহম্মেদ ১৯৫০ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের ফারাজীপাড়াস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল মরহুম রহীম উদ্দিন ও মাতা ছিলেন সাহেবানী বেওয়া। তিনি স্থানীয় চন্ডিপুর শেরে বাংলা একেএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নলডাঙ্গা কলেজ থেকে এইচএসসি ও গাইবান্ধা সরকারী কলেজ থেকে স্মাতক পাশ করেন। শিক্ষাজীবন থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ ও পরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দীর্ঘ ৩ যুগ ধরে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি চন্ডিপুর আলহাজ্ব তহুরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। এছাড়া, তিনি চন্ডিপুর ইউপি’র চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব উল্লেখ্য, গত বছর (২০১৬ সাল)’র ২২ মার্চ এ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনীত (নৌকা- প্রতীক) প্রার্থী হিসেবে ৯০ হাজার ১’শ ৬৯ ভোট তিনি এমপি নির্বাচিত হন।একই সালের শেষ দিন তথা ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মারা যান এ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। ফলে আসনটি শুন্য হলে একই সালর পরবর্তী ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন গোলাম মোস্তফা আহম্মেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পান ৬০ হাজার ১’শ ভোট। এদিকে, এমপি গোলাম মোস্তফা আহম্মেদের মত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা পূর্বক শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন- জেলা প্রশাসক- গৌতুম চন্দ্র পাল, পুলিশ সুপার- মাশরুকুর রহমান খালেদ বিপিএম, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি)- সামিউল আমিন, থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, জেলা আ’লীগের সহ:সভাপতি ও বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট- সৈয়দা মাসুদা খাজা, জেলা মহিলা আ’লীগের যুগ্ন-আহ্বায়ক- সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, জাপা চেয়ারম্যান’র আইন- বিচার বিষয়ক উপদেষ্টা, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, জাপা’র যুক্তরাস্ট্রের যুগ্ন- সাংগঠনিক সম্পাদক- ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি- জাহাঙ্গীর আলম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি- এটিএম মাসুদুল ইসলাম চ লসহ উপজেলা আ’লীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও সুন্দরগঞ্জ শাখা বিএমএসএফ’র সভাপতি- আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক- সহকারী অধ্যাপক- আনোয়ার হোসেন, আজিজুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংঠনের নেতৃবৃন্দ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here