গোদাগাড়ীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য এতিহ্য স্বীকৃতি লাভে আনন্দ শোভাযাত্রা

0
422

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি ঃ রাজশাহীর গোদাগাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইনিস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশাল রেজিষ্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐহিত্য স্বীকৃতি লাভে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামানসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা থাকলেও উপজেলার কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা কর্মচারী প্রাভাইডরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেনি। নাম প্রকাশ না করে এক কমিউনিটি ক্লিনিকের প্রভাইডার জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর থেকে তাদের কাছে এই ধরণের নির্দেশনা না আসায় তারা শোভা যাত্রায় অংশ গ্রহণ করতে পারেনি। এদিকে ইউনিয়ন পরিষদকে শোভা যাত্রা বের করার নির্দেশ দেয়া হলেও উপজেলার ৯ টি ইউনিয়নের কোন ইউনিয়ন পরিষদ শোভা যাত্রা বের করেনি। কয়েকজন ইউপি চেয়ারম্যান উপজেলার শোভাযাত্রায় অংশ নেয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here