নড়াইলের কৃতি সন্তান শেখ নাজমুল আলম অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের শুভেচ্ছা

1
1764

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (রবিবার-১২ নভেম্বর-২৭৪-০১৭১৫৯০৯৪৭২):
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম। বুধবার পুলিশ-১ অধিশাখার উপ-সচিব মোঃ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জানা গেছে, ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন শেখ নাজমুল আলম। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি ডিএমপিতে যোগদান করে একই বছরের ১ জুন ডিবিতে দায়িত্ব পান। শেখ নাজমুল আলম প্রায় দুই দশকে ন্যায়নিষ্ঠা, সুনামের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শেখ নাজমুল আলম প্রধানমন্ত্রী কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তিনি চাকরি করেছেন ভোলা, পঞ্চগড়, সারদা পুলিশ একাডেমী ও মুন্সীগঞ্জ জেলায়। এই কর্মকর্তা তিনবার পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ও বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক অর্জন করেছেন।এর মধ্যে ২০০৫ ও ২০১২ সালে দুইবার পিপিএম এবং ২০১৫ সালে বিপিএম পদক পান শেখ নাজমুল আলম। উল্লেখ্য যে, শেখ নাজমুল আলম নড়াইল জেলার সন্তান। আর তাঁর এই পদোন্নতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা বলেন, শেখ নাজমুল আলমের মতো সূর্য সন্তান নড়াইল জেলায় জন্মানোর কারণে নড়াইলের সম্মান অনেক বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে শেখ নাজমুল আলমের মতো অফিসারদের প্রয়োজন রয়েছে বলেও তাঁরা মনে করেন।

খবর ৭১/ ই:

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here