এস কে সুরের ৩ লকারে মিললো বিপুল ইউরো, ডলার ও স্বর্ণ

0
27

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের ৩টি লকার থেকে বিপুল বিদেশি মুদ্রাসহ স্বর্ণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ জানুয়ারি) রাতে তার তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের ৭ সদস্যের দল।

লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো ছাড়াও ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ডলার এবং এক হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয় দুদকের সাত সদস্যের প্রতিনিধি দল। পরে লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের বৈঠক হয়।

তবে সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকেই অবস্থান করলেও দীর্ঘ এই সময়ে তারা এস কে সুরের ব্যক্তিগত লকারগুলো খুলতে পারেননি। অবশেষে রাতে তারা তিনটি লকার খুলতে সমর্থ হন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের ধানমন্ডির বাসা থেকে গত ১৯ জানুয়ারি ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে ৪ কোটি টাকার ফিক্স ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন। ওই ডকুমেন্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকে তার ৩টি লকার থাকার নথি পাওয়া যায়। পরে আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি পায় দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here