বাংলাদেশ দলের কোচ হলেন সালাউদ্দিন

0
35

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে সাফল্যের সঙ্গে কোচিং করছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবেও দেখিয়েছেন মুনশিয়ানা। জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বরাবরই আস্থার প্রতীক ক্রিকেটারদের কাছে। মাশরাফি থেকে শুরু করে মুশফিক-লিটন সবাইকেই কোচিং করিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে সফল সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো, শান্ত-লিটনদের কোচ হলেন তিনি। আজএক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিসিবি মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। দুই দশক ধরে কোচিং করানো সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত।’
আরও বলা হয়েছে, ‘২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন। সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে দলকে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনে উন্নীত করেন।’

এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগ প্রসঙ্গে বলেন, সালাহউদ্দিনের নিয়োগ দেশের কোচদের সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার সুযোগ তৈরি করবে। ‘বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমি অঙ্গীকার করেছিলাম যে, যোগ্য ব্যক্তিদের জাতীয় দলের সাথে কাজ করার সুযোগ করে দেবো। সালাহউদ্দিন অভিজ্ঞতা, প্রতিভা ও জ্ঞান নিয়ে আসছেন, যা তাকে এই পদে নিযুক্ত করার জন্য উপযুক্ত করে তোলে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন সময় এসেছে যোগ্য বাংলাদেশি কোচদের আরও বেশি অন্তর্ভুক্ত করার’

২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। এরপর আর জাতীয় দলের আঙিনায় দেখা যায়নি তাকে। দেশের ক্রিকেটে অন্যতম বড় কোচ সালাউদ্দিন। সেই সঙ্গে বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসর থেকে তার কোচিংয়েই খেলছে কুমিল্লা। এই সময়ের মধ্যে সাতবার অংশ নিয়ে চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।

তিনি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সালে তিনি সিঙ্গাপুর দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন এবং দলকে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৪-এ নেতৃত্ব দেন। সালাহউদ্দিনের কাছে রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল ৩ সার্টিফিকেশন এবং তিনি দেশের অন্যতম সফল স্থানীয় কোচ হিসেবে পরিচিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here