সিলেটে পাহাড়ধস, নিখোঁজ ৩

0
71

ভারি বৃষ্টিতে সিলেটের ইসলামপুরের চামেলিবাগে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন।
সোমাবার (১০ জুন) সকাল ৯টার দিকে ইসলামপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, চামেলিভাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে একভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তান এখনও মাটিচাপা অবস্থায় রয়েছেন। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here