কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি: কাদের

0
94

২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটকে ‘গণমুখী’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না।’

বাজেটকে গণমুখী ও অর্থনৈতিক সংকটের বিষয়টি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সংকটে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে।’

২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এ বাজেট।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here