নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগ দুর্গে হানা দিতে চায় বিএনপি

0
472

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে আওয়ামী লীগ দুর্গে হানা দিতে চায় বি এন পি হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের অনেকদিন বাকি থাকলেও নির্বাচন ঘিরে এখানে মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা নিজ নিজ জোটের মনোনয়ন লাভের আশায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি নিজ নিজ সংসদীয় আসনে গণসংযোগ অব্যাহত রেখেছেন। মনোনয়ন প্রত্যাশীদের ঈদ ও দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে নড়াইলের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের অলিতে-গলিতে। নড়াইলের দুটি সংসদীয় আসনে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়ে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ চায় বিজয়ী হয়ে তাদের ঐতিহ্য ধরে রাখতে। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চায় বিজয় ছিনিয়ে এনে আওয়ামী লীগের এ দুর্গে হানা দিতে। এখানকার দুটি আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের দুই ডজন নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষণা করে দলীয় মনোনয়ন বাগাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সংখ্যা কিছুটা কম। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় ক্ষমতাসীন দলটিকে যোগ্য প্রার্থী বাছাইয়ে সমস্যায় পড়তে হতে পারে। সে ক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন জোট কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও যোগ্য প্রার্থী বাছাইয়ে তাদেরও হিমশিম খেতে হবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। স্থানীয় নেতাকর্মীদের মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনে যোগ্য প্রার্থী মনোনয়নে ব্যর্থ হলে ভরাডুবি হতে পারে ক্ষমতাসীন দলের। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে এনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দখলে নিতে পারে এ আসন দুটি।খবর ৭১/ ই;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here