পাকিস্তানের রাজধানীতে বহুতল শপিংমলে আগুন

0
153

খবর৭১ঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বহুতল শপিংমলে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)।

তবে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য ডনের।

‘সেন্টোরাস মল’ নামের ওই বহুতল ভবনের ফুডকোর্টে রোববার আগুনের সূত্রপাত হয়।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগুন লাগার সময় মলে থাকা মানুষদের পেছনের দরজা দিয়ে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে। অন্য একটি ভিডিও ফুটেজে ভবনের স্কেলেটর দিয়ে লোকজনকে নিচে নামার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

পুলিশ ভবনটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) মো. ওসমান ইউনুস জানান, দমকল বাহিনী ছাড়াও পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যসহ এক হাজার ১২২ কর্মী আগুন নেভানোর কাজে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here