বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ ২ যুবক আটক

0
161

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের পুটখালী সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ দুই যুবক আটক হয়েছে। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বর্ণের চালানটি নিয়ে ভারতে পাঁচারকালে ২১ ব্যাটালিয়নের অধিনস্থ্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ড গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও খলশী গ্রামের আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম (২৫)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ জানান, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাঁচার হচ্ছে। উক্ত খবরে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন মটর সাইকেল আরোহী দুই যুবককে থামিয়ে তাদের শরীর তল্লাশী করা হয়। এসময় তাদের পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২ মাসে ২১ বিজিবি ব্যাটালিয়নের এলাকা হতে ৭ বারে ৯ জন আসামীসহ ১৪ কেজি ৭৬ গ্রাম স্বর্ণ আটক হয়েছে। যার বাজার মূল্য- ৯,৭২,১৯,৩৫১/- (৯ কোটি ৭২ লক্ষ ১৯ হাজার ৩ শত ৫১ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here