রংমিস্ত্রি মজিদ ও উচ্চবিত্ত লীনার গল্প

0
202

খবর৭১ঃ মজিদ ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় হয়ে যান রংমিস্ত্রি। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পায় মজিদ। দুজনার সামাজিক অবস্থান আকাশ-পাতাল হলেও রংয়ের সুবাদে হয় পরিচয় ও সখ্যতা।

মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিএমভির ব্যানারে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেন রাফাত মজুমদার রিংকু। এতে রংমিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং উচ্চবিত্ত লীনা চরিত্রে কেয়া পায়েল। নাটকটির নাম ‘রং ঢং’।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রিংকু জানান, ‘নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।

জানা গেছে, ঈদের বিশেষ আয়োজনে ‘রং ঢং’ উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here