নতুন নেতৃত্বে ইবি থিয়েটার

0
348
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একমাত্র নাট্যসংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’ (বিথি) এর ষোড়শ কর্মপরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মমিন নাহিদ সভাপতি ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহম্মেদ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) টিসএসসিসির করিডরে থিয়েটারের এক মিটিংয়ে কমিটি ঘোষণা করা হয়। থিয়েটারের সদ্য বিদায়ী সভাপতি অনি আতিকুর রহমান ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। থিয়েটারের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড শাহজাহান মন্ডল কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, নিশাত আঞ্জুম উর্মি (সহ-সভাপতি), কৌশিক আহমেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক), বদরুল আমিন পিয়াস (সাংগঠনিক সম্পাদক), ফারহা শারমিন বিন্দু (অর্থ সম্পাদক), আদনান আলিম পাটোয়ারী (সহ-অর্থ সম্পাদক), মোনালিসা মুনা (প্রচার সম্পাদক), মাহমুদুজ্জামান নিশান (সহ-প্রচার সম্পাদক), তাজনিয়া আহমেদ লাবন্য (দপ্তর সম্পাদক), ইমরান আলী (সহ-দপ্তর সম্পাদক), মাহির আল মুজাহিদ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)।
এছাড়াও সদস্য পদে মোসাদ্দিকুল ইসলাম, মিনহাজুল হক রুমন, কুলসুম আক্তার, শিহাব উদ্দীন মনোনীত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here