আব্দুল আওয়াল, মদন থেকেঃ নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির প্রাণের উৎসব “পহেলা বৈশাখ ১৪২৯” বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে মিলিত হয়।
উক্ত শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, ওসি ফেরদৌস আলম, পিআইও শওকত জামিলসহ বিভিন্ন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষ সতস্ফুর্তভাবে অংশ নেয়।
শোভাযাত্রা শেষে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও বুলবুল আহমেদ।