সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

0
155

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জিআরপি মোড়ে শহীদ স্মৃতি অম্লানে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে স্থানীয় দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপরে বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি অম্লানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় প্রজন্ম ’৭১’র সভাপতি প্রকৌশলী এএএম মঞ্জুর হোসেন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ ও প্রজন্ম ’৭১’র সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা যথাক্রমে অধ্যক্ষ আমিনুর রহমান সরকার, ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, ইঞ্জিনিয়ার মো. মোনায়মুল হক, মুজিবুল হক, আনোয়ারুল ইসলাম শাহাজী, সাবের হোসেন প্রামানিক, সরকার মো. কবির উদ্দিন ইউনুছ, মো. মোস্তাকুর রহমান বসুনিয়া, মাসুদুর রহমান লেলিন, গোলাম মোস্তফা, খলিলুর রহমান খলিল, মৃনাল কান্তি দাস মিন্টুসহ শহীদ পরিবারের সদস্য মির্জা সালাহউদ্দিন বেগ, সাংবাদিক এম আর আলম ঝন্টু, ইফফাত কলি, আব্দুর রশীদ, মিজানুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়কে আদিবা কনভেনশন সেন্টারে আয়োজিত শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে সভাপতিত্ব করেন শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এর সৈয়দপুর শাখার সভাপতি প্রকৌশলী এ এএম মঞ্জুর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য বলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, প্রজন্ম ’৭১ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমূখ। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, মিলাদ ও ইফতার মাহফিল,বিশেষ দোয়া।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে সৈয়দপুরে পাক বাহিনীর হাতে নিহত শহীদদের স্মরণে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here