বন্ধু নয় এমন দেশের ওপর রাশিয়া ভিসা নিষেধাজ্ঞা

0
375

খবর৭১ঃ ইউক্রেনে রুশ সেনা আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার প্রতি যেসব দেশ ‘অবন্ধুসুলভ’ আচরণ করছে সেসব দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত এমন একটি আদেশে স্বাক্ষর করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে।

সরকারি ওই আদেশে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। আদেশে ইউরোপীয়ান কিছু দেশসহ নরওয়ে, সুইজারল্যান্ড এবং আইসল্যান্ডের নাগরিকদের ভিসা দেয়ার ক্ষেত্রে যে সহজ নীতি অনুসরণ করা হত তাও বাতিল করেছে রাশিয়া।

এর আগে রাশিয়া যেসব দেশ এবং অঞ্চলকে বন্ধু মনে করে না তাদের তালিকা প্রকাশ করেছিলো। তালিকায় থাকা অঞ্চল ও দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলো, যুক্তরাজ্য (দেশটি শাসিত জার্সি, অ্যাঙ্গোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও জিব্রাল্টার), ইউক্রেন, মন্টিনেগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিশটেনস্টাইন, মোনাকো, নরওয়ে, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও তাইওয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here