যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছে রাশিয়া!

0
154

খবর৭১ঃ রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমন খবর জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি।

এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে তাদের রুশ প্রতিপক্ষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

কিন্তু ইউক্রেনে রাশিয়া হামলা করার আগেই তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু ও রাশিয়ার সেনাপ্রধান ভেলেরি গেরাসিমোভ।

যু্দ্ধ শুরু হওয়ার পরও রুশ প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ও জয়েন্ট চিফ অব স্টাফ কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাদের ডাকে সাড়া দেননি রুশ প্রতিপক্ষরা।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্বাস বর্তমানে রাশিয়ার কর্মকর্তারা কথা বলতে না চাইলেও এ সময় দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়াটা অত্যন্ত জরুরী।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করে ২৪ ফেব্রুয়ারি।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সর্বশেষ কথা হয় ১৮ ফেব্রুয়ারি। অন্যদিকে রাশিয়ার সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ সর্বশেষ কথা বলেন ১১ ফেব্রুয়ারি।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here