আমাদের সেই ক্ষমতা আছে’, যুক্তরাষ্ট্রকে হুমকি দিল রাশিয়া

0
259

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের পরাশক্তিদের বসিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে।

তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়াবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে।

এ ব্যাপারে দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমারা রাশিয়া বিরোধী কার্যক্রম চালাচ্ছে। কিন্তু তাদের এ পরিকল্পনা কাজে দেবে না। আমাদের শত্রুদের তাদের নিজ স্থানে বসিয়ে দেওয়ার ক্ষমতা আছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের কথা বলে হামলা করে রাশিয়া। তাদের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ায় হামলা করার পরিকল্পনা করছিল এবং ইউক্রেনে রাশিয়ান ভাষায় কথা বলা লোকদের ওপর গণহত্যা চালানো হচ্ছিল।

এসব অভিযোগে ইউক্রেনের ওপর হামলা করার পরই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে।

নিষেধাজ্ঞা দেওয়ার কারণে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া শুরু করে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।

এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়া এখন অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here