ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ পশ্চিমা দেশগুলোর

0
244

খবর৭১ঃ ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে পশ্চিমা দেশগুলোকে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড বৃহস্পতিবার এ অনুরোধ জানিয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

এক টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন জাতিসংঘকে বলেছে, রাশিয়া যুদ্ধাপরাধ করছে। বেসামরিক নাগরিকদের তারা হামলার লক্ষ্যবস্তু করেছে। ওই টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন আরও বলেছে, ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের সবার জন্য হুমকি।’

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই নিরাপত্তা পরিষদের জরুরি সেশন হতে পারে।

এর আগের দিন রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট পিছিয়ে দিতে আবার আহ্বান জানিয়েছে। ইউক্রেনে মানবিক পরিস্থিতি নিয়ে খসড়া প্রস্তাবের ওপর ওই ভোট হওয়ার কথা।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দিন গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১১ দেশ হামলার নিন্দা জানিয়ে ভোট দেয়। তবে রাশিয়া এতে ভেটো দেয়। ২ মার্চ সাধারণ পরিষদ রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের পক্ষে ১৪১ ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে পাঁচ ভোট। অনুপস্থিত থেকেছে ৩৫ দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here