ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

0
277

খবর৭১ঃ ইসরায়েলে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। করোনার অতি সংক্রামক ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন এই ধরনটি গঠিত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে পিসিআর পরীক্ষার ফলাফলে নতুন ধরনটি শনাক্ত হয়। দুই নাগরিক জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো মৃদু উপসর্গে ভুগছিলেন।

তারা ইসরায়েলে প্রবেশের পূর্বেই নতুন এ ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন এ ধরনে আক্রান্ত রোগীর বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই।

ইসরায়েলের মহামারি মোকাবিলা বিষয়ক প্রধান সালমান জারকা স্থানীয় আর্মি রেডিওকে বলেন, এই পর্যায়ে নতুন ধরনটি গুরুতর হতে পারে কি না সে বিষয়ে চিন্তিত নই।

দেশটিতে ৪০ লাখ মানুষ এরই মধ্যে তিন ডোজ টিকা পেয়েছে। দেশটিতে করোনায় আট হাজার ২৪৪ জন মানুষ মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here