ঢাকাস্থ সুইজারল্যান্ড এ্যাম্বাসির প্রতিনিধি দলের সাথে সৈয়দপুর ফার্ণিচার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

0
284

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে ঢাকাস্থ সুইজারল্যান্ড এ্যাম্বাসির একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছে সৈয়দপুর ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি। গতকাল বুধবার দুপুরে শহরের ইকু হেরিটেজ এন্ড রিসোর্টের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড ও হেড অব কো অপারেশন সুজানা মুলার, আলবেনিয়ার টেকনোলজি লিডার ডাজনা শিরিন শিন,সুইজারল্যান্ড এ্যাম্বাসির ইনকাম এন্ড ইকোনমিক ডেভেলপমেন্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সোহেল ইবনে আলী, প্রোগ্রাম ম্যানেজার আমেনা চৌধুরী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. ফারুক এমাদি। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহিদ আরশাদ ও কার্যকরী সদস্য মো. নাদিম। মতবিনিময় সভায় ফার্ণিচার ব্যবসার সম্প্রসারণ,উৎপাদিত পণ্যের মানোন্নয়ন,ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকসহ সার্বিক সমস্যা ও সমধান নিয়ে করণীয় বিষয়টি স্থান পায়। এছাড়া ফার্নিচার ব্যবসার বাজার সম্প্রসারণ করে এটিকে জাতীয় পর্যায়ে নেয়ার জন্য আলোচনা করা হয়। সভায় আমন্ত্রিত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুইস কন্ট্রাক্ট এর সেক্টর অফিসার রাজিব কুমার রায়, বগুড়াস্থ বি স্কিলফুল প্রোগ্রামের সেক্টর কো-অর্ডিনেটর মো. নাসির উদ্দিন রানা। এরআগে সুইজারল্যান্ড এ্যাম্বাসির প্রতিনিধি দলের সদস্যরা সৈয়দপুরে পৌছুলে তাদের ফুল দিয়ে বরণ করেন সৈয়দপুর ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। জানতে চাইলে সংগঠনটির সভাপতি মো.ফারুক এমাদি বলেন ঢাকাস্থ সুইজারল্যান্ড এ্যাম্বাসির প্রতিনিধিদলের সাথে তাদের মতবিনিময় সফল হয়েছে। তিনি বলেন জাতীয় পর্যায়ে আমাদের ফার্ণিচার ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here