সেই একই দাবি নিয়ে ফের আলোচনায় রাশিয়া-ইউক্রেন

0
138

খবর৭১ঃ

সোমবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে চতুর্থ দফায় আলোচনা শুরু করেন ইউক্রেনের প্রতিনিধিরা।

কয়েক ঘণ্টা আলোচনার পর ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবার পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে।

মঙ্গলবার ফের আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা ও ইউক্রেনের প্রতিনিধি মাইখাইলো পোদোলায়াক।

মঙ্গলবার টুইট করে মাইখাইলো জানিয়েছেন যুদ্ধবিরতি, রুশ সেনাদের ইউক্রেন থেকে প্রত্যাহার করে নেওয়া ও মানবিক করিডোর তৈরির বিষয়েই আলোচনা করবেন তারা।
সোমবার মাইখাইলো জানিয়েছিলেন, আলোচনার প্রধান বিষয় থাকবে যুদ্ধবিরতি। এই দাবি আদায় হওয়ার পর রাশিয়ার পরের দাবিগুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছিলেন তিনি।

সোমাবার এই একই বিষয়গুলো নিয়ে চতুর্থ দফায় আলোচনা শুরু করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

তবে সোমবার আলোচনা শুরুর পর জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়াক জানান তাদের মধ্যে কঠিন আলোচনা হচ্ছে।

এ ব্যাপারে সোমবার টুইটারে মাইখাইলো পোদোলায়াক বলেন, দুইপক্ষ তাদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানাচ্ছে। আলোচনা হচ্ছে কিন্তু এটি অনেক কঠিন। দুই দেশের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হলো দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here