দেশের সব ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ, ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

0
255

খবর৭১ঃ শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ মার্চ পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানিয়েছেন। ঢাকার বিদ্যুৎ ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন নসরুল হামিদ।

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধায় আনার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। সেই লক্ষ্য অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে দুর্গম চরাঞ্চল এরই মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে সন্দ্বীপ, রাঙ্গাবালি, হাতিয়া, তিস্তা যমুনার চরাঞ্চলসহ দেশের সব চর ও দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে দূষণমুক্ত পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্ভোধনের মাধ্যমে নতুন দিগন্তে যাচ্ছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় কোনো দেশ হিসেবে শতভাগ মানুষের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে বাংলাদেশ। এছাড়া সাত লাখ ৭১ হাজার মানুষের ছোট দেশ ভুটান তাদের শতভাগ নাগরিকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, দেশকে শতভাগ বিদ্যুতায়নে আনতে বিদ্যুতের আলো পৌঁছে গেছে দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে। এছাড়া নদ-নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টেনেও নেওয়া হয়েছে সংযোগ। যেসব স্থানে বিদ্যুতের লাইন নেওয়া দুঃসাধ্য সেখানে সোলার প্যানেল বসিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here