মুক্তিযোদ্ধারা দেশ স্বাধিন না করলে আমরা আজ মন্ত্রী হতে পারতাম না : প্রতিমন্ত্রী জাকির হোসেন

0
293

আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কড়িগ্রাম) প্রতিনিধি : মুক্তিযোদ্ধারা দেশ স্বাধিন না করলে আমরা আজ মন্ত্রী হতে পারতাম না,সেদিন যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করত তাহলে এমন একটি স্বাধিন দেশ পেতাম না আমরা মন্ত্রীও হতে পারতাম না কুড়িগ্রামের চিলমারীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন , প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। শনিবার বিকেলে চিলমারী মাটিকাটা পাম্পের মোড় সংলগ্ন ভবনটি নির্মিত হতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল এর বাস্তবায়নে ৩ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। এসময় মন্ত্রী আরো বলেন চিলমারী-রৌমারী মানুষের বন্ধন তৈরী করতে আমরা ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রীজ নির্মান করতে যাচ্ছি। ব্রীজটি নির্মান করা হলে উত্তরা লের মানুষের ভাগ্যের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবং অর্থেবিত্তে সংস্কৃতিতে উন্নয়ন ঘটবে, সেতুু নির্মান করা হলে একদিকে যেমন সময় কমবে অপরদিকে বঙ্গবন্ধু সেতুর উপরে যে চাপ সেটা কমবে পাশাপাশি এ এলাকার মানুষের অর্থনৈতিকভাবে মুক্তি আসবে । এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা ভাইসচেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মুক্তিযুদ্ধের সেকশন কমান্ডার আব্দুর রহিম সরকার, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, বীরমুক্তিযোদ্ধা আনছার আলী,মফিজল হক প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here