আবার মৃত্যু নেমে এলো ১-এ, শনাক্তের হার দুইয়ের নিচে

0
142

খবর৭১ঃ দেশে গত এক দিনে মহামারি করোনাভাইসে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর করোনায় একজনের মৃত্যু হয়। এর আগের তিন দিনও একজনের মৃত্যু হয়। ২৯ ডিসেম্বরের পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।

এদিকে গত এক দিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। এতে শনাক্তের হার কমে দুইয়ের নিচে (১.৯৭) নেমেছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ১৬ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৪৩৬ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন। মোট শনাক্তের হার ১৪.৩৪ শতাংশ।

গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৯৭ জনে গিয়ে দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন সুস্থ হওয়া ২ হাজার ৮২৪ জনকে নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here