রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে চায় চীন

0
155

খবর৭১ঃ জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। এ বৈঠকে তিনি জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা দূর করতে মধ্যস্থতা করতে চায় চীন।

চীনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট শি।

বিবৃতিতে জানানো হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব দূর করতে ফ্রান্স ও জার্মানির সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে চীন।

তাছাড়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই সমস্যা সমাধানে যা সঠিক সেটিকেই সবার সমর্থন করতে হবে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার কড়া সমালোচনা ও নিষেধাজ্ঞা দিয়েছে। তবে চীন এখনো রাশিয়ার কোনো সমালোচনাও করেনি।

উল্টো জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন শি জিংপিং।

চীনের প্রেসিডেন্টের ভাষ্য, করোনা মহামারির কারণে এমনিতেই টালমাটাল বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা। এখন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here