বিশ্ববাজারে তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ

0
198

খবর৭১ঃ
বিশ্ববাজারে তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব বাজারে ইরানের অপরিশোধিত তেল বিক্রি শুরুতে দেরি হওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা রাশিয়ার তেল আমদানি নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করার কারণে তেলের দাম ২০০৮ সালের পর সবচেয়ে বেশি বাড়ল বলে রয়টার্স জানিয়েছে।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পরই তেলের দাম দাম রেকর্ড পরিমানে বেড়ে যায়।

ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা দ্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রথমবারের মতো যুক্তরাজ্যের পেট্রল পাম্পগুলোতে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১৫৫ পাউন্ডে। এর ফলে গ্যালন প্রতি সাত ডলার বাড়তি দাম গুনতে হচ্ছে।

রোববার দেশটিতে প্রতি লিটার পেট্রল গড়ে ১৫৫.৬২ পাউন্ডে বিক্রি হয়েছে। অন্যদিকে প্রতি লিটার ডিজেল বিক্রি হয়েছে ১৬১.২৮ পাউন্ডে। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

২০০৮ সালের জুলাইয়ের পর এই প্রথম তেলের দাম এতো বাড়ল। রাশিয়ার পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে আলোচনার পর তেলের দাম এতো বাড়ল বলে বিবিসি জানিয়েছে।

এদিকে রোববার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১৩৯ মার্কিন ডলারে পৌঁছায়। এখন অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ১৩০ মার্কিন ডলারে।

এর আগে ২০০৮ সালের জুলাইয়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম হয়েছিল ১৪৭.৫০ মার্কিন ডলার।

এ ব্যাপারে পোর্টল্যান্ড ফুয়েলের ব্যবস্থাপনা পরিচালক জেমস স্পেন্সার সতর্ক করেছেন, বাজারে অতিরিক্ত সরবরাহ শুরু হলেও এই পরিস্থিতি সহসা বদলাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here