রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সমান: পুতিন

0
158

খবর৭১ঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সমান।

ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এই খবর দিয়েছে।

ইউক্রেনে অভিযান প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেনের পূর্বে রুশ ভাষাভাষী এবং নিজেদের স্বার্থ রক্ষা করা মস্কোর জন্য প্রয়োজন ছিল।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিনকে আরও বলতে শোনা যায়, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে। রাশিয়ার সামরিক আইন জারির কোনো পরিকল্পনার নেই বলেও জানান পুতিন।

এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে গুন্ডার মতো ব্যবহার করছে।

ক্রেমলিন আরও বলেছে, বিচ্ছিন্ন করে রাখার তুলনায় রাশিয়া অনেক বড়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে পৃথিবী অনেক বড়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অর্থনৈতিক সন্ত্রাসে লিপ্ত। মস্কো এর জবাব দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে রাশিয়া পশ্চিমাদের কিভাবে জবাব দেবে রুশ প্রেসিডেন্টর মুখপাত্র সেটা স্পষ্ট না করলেও বলেন, এটা হবে রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here